ভারতবর্ষ ২০২০

 

 

ভারতবর্ষ ২০২০

 

দুপায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছি

আমার পা গড়িয়ে নেমে যাচ্ছে শুক্রাণু

আমার চারপাশে ভারতবর্ষের সব নারী

শুয়ে আছে। অগুনতি লাশের মতো মৃত।

বিস্ফোরিত চোখ, কাটা জিহ্বার আর্তনাদ

আজও কান পাতলে শোনা যায়, যাবে।

সেই সব ব্যর্থ স্তনী রিক্ত যোনির গর্ভে

ভারতবর্ষ লেখে নাম ধর্ষণের স্বাক্ষরে।

শত শত শতাব্দীর শুক্রাণু জমে রয়েছে

মুনিঋষি নৃপতি সেনাপতি বরকন্দাজের

আমাদের মতো আরও কাপুরুষের মগজে।

কোথাও কোন পরিতাপ নাই, সন্তপ্ত সময়

শুধু দাগ কাটে অপেক্ষার। অনিঃশেষ

 

১৭ই আশ্বিন’ ১৪২৭

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন