মিলে যায় সকলে

 


মিলে যায় সকলে

 

দাঁড়িয়ে আছি এখন সমাধির পাশে চুপচাপ

টুপটাপ বৃষ্টি পড়লে এসময় রোমান্টিক

কত কি গল্প সব। অনর্গল ডায়ালগ

পরপর একাকার, সমাধির নীচ থকে নীচে

 

সেই আমি বিপ্লবের ছায়া মাড়াই নি কখনো

রুটিন গৃহস্থ জীবন অর্ধাঙ্গিনীতে সম্পূর্ণ বৃত্ত

বাদবাকি ভাঙাচোড়া অক্ষরবৃত্তের সোপান

ডিঙিয়ে সময়ের শীর্ষে উঠে সমাধিস্থ এইখানে

 

তারপর প্রতিধ্বনি বাজলে ওম শান্তি ওম

অনেকের বিলাপ শুনি প্রলাপের মহড়ায়

দাগ লাগা আশার ক্যানভাস জুড়ে অশ্রবিন্দু

আমিও আশ্বস্ত হই। একা নই, একা নয় কেউ

 

এইখানে রাজা উজির উলুখাগড়া বাড়তি মানুষ

একাকার সব। হাড়গোড়ের হিসাব নিলে

সকলেই সমান। সকলেই প্রতিরূপ সকলের

সময়ের ঘন্টা বেজে গেলে মিলে যায় সকলে

 

১৮ই আষাঢ়’ ১৪২৬

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন