মাঝখানে কাঁটাতার

 

 

মাঝখানে কাঁটাতার

 

এই মাটির সবুজ ধরে পথ হেঁটে চলেছি

সামনেই কাঁটাতার মাইলের পর মাইল

অজগরের মতো সর্পিল নৃত্যে মশগুল

 

অসভ্য বর্বরের মতো পাসপোর্ট ভিসা

দেখতে হাত বাড়িয়ে থাকে স্বদেশ

আমার মাথায় তখনও খোলা নীলাকাশ

 

এই মাটি এপার ওপার জুড়ে নির্বাক শুয়ে থাকে

কোলজুড়ে খেলা করে অবুঝ অ আ ক খ

এখনো শেখেনি সে কথা কওয়া

 

নিঃশব্দ বাতাস জুড়ে ইতিহাসের বিলাপ

কপাল চাপড়ায় এপারের সকাল ওপারের সন্ধ্যায়

বিদেশী ক্যালেণ্ডারে রাত নামে প্রতিদিন

 

৩রা শ্রাবণ ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন