মনে নাই

 

 

মনে নাই

 

এই দেখ

কত সহজে ভোলা যায় স্মৃতি

বেলা অবেলায়, একদিনের সব ছবি

কেমন ফিকে করে দেয় কখনো হৃদয়

দেখ

 

এই দেখ

কেমন দিব্যি একাই থাকা যায়

ভোর বেলায় শীতঘুম দেবার সময়

কিংবা মধ্যাহ্ন ভোজনের ফাঁকা টেবিলে

একা

 

এই দেখ

বলিনি কোনদিন কি? বিচ্ছেদ স্থায়ী হয় হোক

শোক নয় কিছুতেই। তাই সমুদ্রমন্থনের বিষ

সহবাসে অমৃত হয়ে উঠলে পাল্টে যায় দুনিয়াটাই

শেষে

 

এই দেখ

পাতা ঝরে বনেদী স্মৃতির শোকে, সেও

বিবর্ণ হলুদ যখন। ব্যাথাহীন হালকা হৃদয়

ঝরে গেছি  কখন তোমার হৃদয় থেকে

মনে নাই…..

 

১৮ই কার্তিক’ ১৪২৭

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন