মহাপ্রস্থানের সিঁড়িতে দাঁড়িয়ে

 

 

মহাপ্রস্থানের সিঁড়িতে দাঁড়িয়ে

 

বেশি কথা না বলাই ভালো

কাজ অকাজের ফাঁকে বেশি চিন্তা

কোন কাজের কথা নয়

 

যে দিকে দু’চোখ চলে যায়

যাওয়া ভালো- আলো

কিংবা অন্ধকার রেলিং ধরে ধরে

 

তুলটে ফটোগুলোর খোপে

ভালোবাসা জমানো

না থাকলে ক্ষতি কি

 

বেশিদূর চলে গেলে

দৃশ্য স্মৃতি মায়া

দিনে দিনে হালকা হতে থাকে

 

হোক। বেশি কিছু নিয়ে

টানাটানি দরকারি নয় তেমন

যেমন নিজের মতো থাকা

 

যেটুকু ছোঁয়া গেল যেটুকু গেল না

সেই সব বানভাসি জলের মতো

বাকি কথা পরে হবে

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন