ভালো তো?

 

 

ভালো তো?

 

রোজকার দেখা সাক্ষাতের পর্বে

বলি ভালো আছি

আপনিও আছেন ভালোই স্বভাবতঃই

হয়তো দাঁতের গোড়া

টনটন করছিল বলার সময়

আপনারও ইউরিক অ্যাসিড

জানান দিচ্ছিল পায়ের গোড়ালিতে

হয়তো বা

      হয়তো নয়

            হয়তো ভালোই লাগছিল

                 রাজপথের ধোঁয়া ধুলোয়

পরিচিত মুখ দেখে

নয়তো কেনই বা পরস্পর

কুশল বিনিময় বাস ধরার

                ব্যস্ততা সত্বেও

 

হয়তো আপনার মুখটাই শুধু মনে ছিল

ধরতে পারছিলাম না ঠিক

দেখেছি কোথায়

নয়তো আরও একটু ঘনিষ্ঠ হওয়া যেত

পারিবারিক খোঁজ খবরে

 

তবু পরিচিত মুখের

একটুকরো হাসিরও ওজন আছে

শুনতেও কত ভালো লাগে

ভালো তো?

 

মনে হয় আমিও আছি তবে

পরিচিত মুখাবয়বে

প্রতিদিনের ধুলো আর ধোঁয়ায়

নাগরিক দুষণে

সম্পূর্ণ ঢাকা পড়ি নি তবে

 

১৪ই ভাদ্র ১৪২৫

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন