ব্যর্থ ম্যারাথন

 ব্যর্থ ম্যারাথন

 

সায়ন্তনী স্বপ্নের মতো পোশাকার ফাঁস গলিয়ে

নিরালম্ব মিশে গেছি ভিড়ের সকালে

কাকজঙ্ঘা নিয়তি ভ্রূ কুঁচকে কিছুক্ষণ

চোখে চোখ রেখে শেষে মুচকি হেসে

পথ করে দিয়ে গেল শেষে

বিষুবরেখার মধ্যেখানে প্রখর বৈশাখের

আদিম মধ্যাহ্নে কখন যৌবনের অবলম্বন

মক্কা মদীনা কি বেথেলহেমের আপেলে করে দেখেছি চুম্বন,

ক্ষমতার শীর্ষবিন্দুগুলি সময়ের ছিদ্র খোঁজে শুধু

বৃন্দাবন থেকে পেন্টাগন

হরপ্পা মহঞ্জোদরোই নয়, ইনকাদের পোড়া হৃদয়,

মায়া সভ্যতার ধনুকে টান দিয়ে দেখেছি

সমরবাণিজ্যের রীতি লাটিমে গুটিয়ে রেখে রাজনীতি

নারীর বাকলে পেশীর আস্ফালন ধর্মগ্রন্থ মানেনি যখন,

সায়ন্তনী স্বপ্নের যোনিতে থেমে যাক

আমাদের ব্যর্থ ম্যারাথন

 

(২৮/০৩/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন