ব্যাধি


ব্যাধি 


খড় ভেজানো আগুন দিয়ে আরতির আয়োজনে

প্রতিকৃতির উজান ঠেলে দেখেছি

বিশুদ্ধ হৃদয় পোড়ে না কখনো

তবুও দগ্ধ সময় যদি শোধনবাদী হয় তবে দহন ভালো

ভালো নয় ধিকি ধিকি জ্বলা জ্বলার সময়

উলম্ব বিশ্বাসের পাদপীঠে নিরালম্ব সামাজিক প্রীতি

যৌথ বিবৃতির মতোই হাস্যকর

তবু আনুভূমিক নগ্ন প্রত্যয় জমে ওঠে যদি

শান্তি সংহতি মিলনের একান্ত বিবরে;

তবে দানা বাঁধা সূর্য, পতাকা ফেলে

আলোকিত হতো রোজ ভোরের টেবিলে

প্রলম্বিত মিছিলের শিবিরে সনাতন মঞ্চ জুড়ে

শুধু ঝুড়ি ঝুড়ি নীলাকাশ ঝরানোর খেলা

তোড়ায় বাঁধা ঘোড়ার ডিমে

শুধুই শূন্য নিয়ে শূন্য দিয়ে ছবির নিলাম

তবুও মোহনবাঁশির দুরন্ত আয়োজনে হাতে-গরম

ভোর আয়োজন করেছে রিয়্যলিটি শো

স্বাগতম ব্যানারে


(০৪/০১/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন