ভালোবেসে সখী

ভালোবেসে সখী

 

ধর যদি বলেই ফেলি

তোমায় আর ভাল্লাগে না

দিনের বেলা রাতের বেলা

ধর যদি দেখেই ফেলি আমার ঘরে

তোমার গন্ধে মাছি ওরে

ধর যদি আঁতকে উঠি

তোমার ছায়ায়

লোডশেডিংএর অন্ধকারে

ধর যদি বেঁকেই বসি

থাকব না আর চলব না আর

তোমার সাথে ধর যদি আর

একটি মেয়ে উড়িয়ে আঁচল

পাল তুলে দেয় হঠাৎ করে

কিংবা যদি ভেবেই বসি

 

ঢের হয়েছে নারীর ছোঁয়া

আসল কথা আগাগোড়া

ভালোবাসার সবটা ধোঁয়া

প্রথম প্রথম প্রেমের ঘোরে

দুনিয়া ভুলে চার দেওয়ালে

তারপরেতে লোকলজ্জায়

অভ্যাসটা জিইয়ে রাখা

লোক ঠকানোর ছবি আঁকা

দরকার কি তোমার আমার,

মিথ্যে কটা ছবি আঁকার

লোক ঠকানো? জীবন মানে

অভ্যাসটা টিকিয়ে রাখা,

কাঁটাতারের মধ্যেখানে,

পরস্পরে ভুল ভাবানো মুখর গানে।

 

(১৯৯১)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন