ভালোবাসার স্বরলিপি

ভালোবাসার স্বরলিপি

জলের দাগে ব্যাথা লিখে দেখেছি

 টাপটুপ ইতিহাসের শিরদাঁড়া বেয়ে

 বিক্ষোভ মিছিলে বেদনাহত মৌন বাঁশির সুর

বিশুদ্ধ রাগিনীর ফ্ল্যাগ মার্চের সকালে রামধনু বৈঠক

মধ্যরাতের খতিয়ান নিলে বিবস্ত্র হয় লজ্জা

তবু লাল নীল ওড়নার সবুজ হাতছানি:

ক্লান্ত দু-তিন পেগ উসখুস-সন্ধ্যা কখনো এড়াতে পারেনি

কালপুরুষের ছায়া ধরে ধরে

অরুন্ধুতী আলোর ডাক শুনবো বলে

 কত নারীর ঠোঁটে উৎকর্ণ থেকেছি সারা রাত

ব্যস্ত যৌবনের ম্যারাথন জুড়ে আসমুদ্র হিমাচল-

পাঁজরে দাঁড়ের শব্দে ভালোবাসার ভগ্ন ইমারত

মধ্যবর্তী আবেগের দহন জুড়ে

আলিঙ্গনের ফাঁপা আওয়াজ

মেঘমল্লার নামাতে পারেনি আজও

ওদিকে ভালোবাসার স্বরলিপি জুড়ে

নিস্তব্ধ সংলাপ প্রহর গোনে

পথিকের

(২০/০৫/১৩)

 


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন