ভালোবাসার জংশন

ভালোবাসার জংশন

 

ভালোবাসার জংশনে দাঁড়িয়ে আছি সময়টা সকাল নয়

সান্ধ্যচুম্বনের শাটল আদরের সময় হয়ে গিয়েছে

অস্থির অধর বাতাসে ভিজিয়ে,

হাতঘড়ির অংকে হৃদয়ের উত্তাপ গলাতে ব্যস্ত

পকেট বোঝাই মেঠো কবিতার শব্দের উসখুস

বৃথাই সুরসুরি দেয় স্মৃতি

এদিকে নতুন ত্রিফলা,

আলো ছড়িয়ে চলে যাচ্ছে কালপুরুষের কোল ঘেঁষে

অরুন্ধতী নক্ষত্রের বেণী দুলানো ভঙ্গিমা নিয়ে

একে একে ভ্যানিটি ব্যাগের ভিড়

তবু সে আসেনি আজকেও কালকের মতো

কালকের ভোরের কবিতায় কাজল পড়াতে হবে তবু

ভালোবাসার জংশনে তারিখ পাল্টাবে

পাল্টাবে না আমার সময়

হাতঘড়ির অংকে যোগ বিয়োগের সংখ্যায়

ঝুলন পূর্ণিমার জ্যোৎস্না নামাবো আমি

যযাতি মন ক্লান্তি জানে কি?

ভালোবাসার জংশনে আমার

 

(৩০/০১/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন