ভোর হল দ্বোর খোলো! তনুপ্রিয়া ওঠো রে!

ভোর হল দ্বোর খোলো! তনুপ্রিয়া ওঠো রে!

 

সকাল হল জাগোরে কন্যা

জাগো একটিবার।

চক্ষু খোলো তাকিয়ে দেখ

আলোর বাহার।

 

নিশীথ রাতের মগ্ন আঁখি

স্বপ্নমাখা আঁধার

এবার কন্যা বিদায় জানাও

সময় হল যাবার।

 

ফুলের কুঁড়ি তোমার লাগি

ব্যাকুল হয়ে চায়।

তোমার হাসির পরশ তাহার

পাপড়ি যে ফোটায়।

 

পাখির গুঞ্জন গান হয় কি

না শুনলে তুমি?

তাকিয়ে দেখ তোমার চরণ-

বুক পেতে চায় ভূমি।

 

ঘাসের ডগায় শিশিরকণা

তোমার পরশ চেয়ে

দিনের সাথে লড়াই করে

সময়তরী বেয়ে।

 

নীল আকাশের শুভ্র মেঘের

আলোর মাতামাতি।

তোমার তরে সময় গোনে

সাজিয়ে স্বর্ণভাতি।

 

ঝর্ণা ঝরা নদীর জলের

ঢেউ গুনছে সাগর

তোমার তনুর পরশ পেতে

উতলা গোটা ভাদর।

 

নিজের কথা বলব কি আর?

তোমার কন্ঠসুধা

এই জীবনের মরিচিকায়

মেটায় প্রেমের ক্ষুধা।

 

(৩/৯/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন