ব্রহ্মকমল

ব্রহ্মকমল

 

মধ্যরাতের যোনিতে লিঙ্গের অযথা কুচকাওয়াজ শুনি

এখানে নিষিদ্ধ কোরাসে ভ্রূণের স্বপ্ন জুড়ে

ঊরুসন্ধির নৃত্য

পৃথিবীর বয়সিনী চন্দ্রকলার বিবস্ত্র আকঙ্খায়

চিত্রকরের ইজেল জুড়ে

বাৎসায়ণের ভারতবর্ষ

তবুও নক্ষত্রদোষ ছাড়েনি আমাকে

বৃশ্চিক সনদে নেই মেঘদূতের অক্ষরেখা কোনো

সময়ের বিরুদ্ধ সংঘটনে অঘটন পটিয়সীর নৃত্য

গোপন ইস্তাহারের সুড়ঙ্গ জুড়ে

কুরুক্ষেত্রের দিনলিপি

হায় প্রেম তোমার মানসসরোবর ঢুঁড়ে

পাইনি ব্রহ্মকমল একটিও

মালোবিকা সান্ন্যালের উদ্ধত আঁচলে গভীর দংশন আছে

তবুও মৃত্যুর আগে

নাভিকুণ্ডের ওম সঙ্গম তিমিরে ক্রুশবিদ্ধ হলে

হে নবজাতক, তোমার ঠিকুজী জুড়ে ব্রহ্মকমল

খুঁজে ফিরো আর এক বার.....

 

(৩১/০৫/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন