ভারতবর্ষ এক পা দু পা

ভারতবর্ষ এক পা দু পা

 

শিকড়ের মতো একা

শব্দের ঝর্ণায় স্নান করে

তোমার প্রতীতিতে

শাখা ছড়াবো আমি

মানুষের ঘরবাড়ি নগরের পথঘাটে

সমস্ত দুঃখ দূর্দশা ঘেঁটে

অনেক রসবতী তুমি আজ

তোমার চোখের আলো খুঁড়ে

অনাদী প্রদীপের শেষ শিখাটুকু লিখে দিও

আমার নামের এলোমেলো পরিসরে

বিংশশতক গত ঊনবিংশের কবরে

একবিংশের নতুন মহাকাব্য

লেখার ধূয়ো উঠেছে দেখো

অনেক বাক্য ওলোট পালোট করে নিতে হবে

কত শব্দ ঝেড়ে ঝুড়ে নতুন বানানে সাজবে পরিভাষা

আহেরী ভৈরবী থেকে ইমন পূরবী বাগেশ্রী হয়ে মালকোষে

ডিজিটাল সিম্ফোনীর গল্প বুনবে নতুন আশাবরী

সন্ধিচুক্তির সনদে আবহমান ইতিহাসের ঝুরঝুরে পাতা মিটমিট হাসুক

তবুও তোমার কাছে আমি দায়বদ্ধ আমার কলম

 

(২৯/১১/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন