প্রথম প্রেম শেষ প্রতিশ্রুতি

প্রথম প্রেম শেষ প্রতিশ্রুতি

 

এই প্রেম এই হাতে হাত ধরে চলা

অনর্গল অবান্তর কথা বলা

একদিন ফুরাবে

তখন কি হৃদয় জুড়াবে আরো?

এমনই রাজপথ ট্রাফিক জ্যামে ঝিমোবে,

মিছিলে মিটিঙে আসর কাঁপাবে নেতারা আবারো

তবু কি সুদিন ফেরাবে বলতে পারো?

আমাদের প্রেমের সংলাপ

বৃষ্টির মতো নদী হয়ে প্লাবন আনত যদি

যদি সত্য হতো মিথ্যা শিলান্যাস

প্রেম বল প্রতিশ্রুতি বল কৃষ্ণের বাঁশির মতো সব

গোপিনী নৃত্যের বৃন্দাবন

রাধার বিরহ তবু কাটে না তো আর জ্বলে যায় অন্তর শুধু

জ্বলে যায় পোড়ায় না কোনো ক্ষত

ব্যাথাহত আগুনের মতো  অঙ্গার হয়ে জ্বলে বারবার

তবু কি আমাদের প্রেম কোনোদিন সত্য কথা বলে

ভাঙ্গা শিল্যানাসের মতো সব একা

 অবুঝ প্রহর জুড়ে শুধু মানিয়ে নিতেই শেখা

 

(০৫/০৮/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন