প্রথম আলো

প্রথম আলো

 

এখন কেমন লাগছে বলুন।

গঙ্গার ঘাটে অস্থি বিসর্জনের রাতে

নীরার চোখে পলক পড়েনি দেখেছেন?

একা এবং কয়েক জনের ভিড়ে ধুপ আর ধূনোর আধাঁরে

নীরাকে ঠিক কেমন দেখলেন তখন।

উদোম হাওয়ায় আঁচল ওরা নারী?

আকাশের নীল সাঁতরে সাঁতরে

বাংলার শেষ সলতেতে প্রেমের আগুন জ্বেলে স্থিরনেত্র?

নাকি রিমোটে লাইভ কভারেজে লবণাক্ত শয্যায়

ডুবে যেতে যেতে স্মৃতির হালখাতা খুলে খুলে....।

জীবনের গল্পগুলোকে ঠিক যেভাবে সাজানো যায়

এক মানুষ জীবনে। ইচ্ছের ঢেঁকিতে কুটে কুটে তৃপ্তির রঙে।

সেই ভাবেই হয়ত

তবুও মানুষ নীললোহিত ঘোরে দেখে নেবে নীরাদের।

 মেট্রোর অফিসটাইম থেকে নিমতলার লাইনে।

জন অরণ্যের সীমাবদ্ধ প্রস্তুতিতে

জ্বেলে দিতে প্রথম আলো?

 

(৩০/১০/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন