ফেরা

ফেরা

 

মৃত্যুর কবর থেকেও

অনেক বড়ো অন্ধকার, শূন্যতা

নিস্তবদ্ধ হয়ে শুয়ে আছে

শূন্য দৃষ্টিতে তোমার আমার।

যে আঁধার মরুভূমির রাতের মতো ঠাণ্ডা।

হাড়হিম গ্লেসিয়ারের মতো নিশ্চল পাষাণ।

তার কোলে মন রেখে হৃদয়ের উষ্ণতা খুঁজি

তবু কি বলে? জানি না।

হয়ত রূঢ় ইতিহাসই নয় শুধু

শব্দের শৃঙ্খল ভেঙে ভেঙে

টুপ টুপ ঝরে পড়া সত্যে

মুখোশের বিকৃতি লক্ষ্য করে

অসহায় দুজনেই।

সব কাহিনীর মতোই গল্পের রঙে

অন্যতর গল্প লুকিয়ে থাকে জেনে

হৃদয়ের আলোড়ন নিয়ে

নোনা ঢেউ ভেঙ্গে ভেঙ্গে

তবুও ফিরে আসা।

নিস্ফল স্বপ্নের ডানা থেকে

সমস্ত বাসনা ধুয়ে নিয়ে।

প্রেমের আরতি নয়। নয় আত্মসমর্পন।

তবুও প্রাণপণ ফিরে ফিরে আসা। 

আসার প্রয়াস শুধু।

তোমার আমার আজীবন।

 

(০৫/০৮/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন