প্রহসন

প্রহসন

 

মেয়েটির কাপড় চোপড় নিয়ে প্রশ্ন তোলার সময়

বিচারকদের চোখ জুড়ে

রাত নেমেছিল নিয়নে

 

মেয়েটির স্বভাব চরিত্র নিয়ে

বিধান দিতে গিয়ে

বিচারকদের ভাষা

আইন এঁকে গেল নিয়মে

 

আকাশ আর সমুদ্রের নীলে

ঈশ্বরের সোহাগ যদি থেকে থাকে

ও মেয়ে তুই দূর্বাশা হ

অভিশাপ দিসনে শুধু গর্ভ আর গর্ভিণী তোর মাকে

 

(২১/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন