বন্ধ দরজার ওপারে

বন্ধ দরজার ওপারে


কে যেন দরজায় কড়া নেড়ে গেল।

 মধ্যদিনের ব্যস্ততার তাড়ায়।

 তোড়ায় বাঁধা জুঁই বেলী চেমেলীর গন্ধে

তার জন্য স্বপ্ন বিছিয়ে রেখেছিলাম।

জানতাম না যে সে আসবে।

তবু ঘাসের ডগার মতো সূর্যমুখে বসে থেকেছি।

আষাঢ়ের ম্লান আকাশের মতো সজলচোখের বারান্দায়-

তার শূন্য পদচিহ্ন এঁকে দেখেছি,

ভালোবাসার ডালপালায় যতি চিহ্নের

বড়ো বেশি উপদ্রব।

শঙ্খনীল আকাশের উড়ানের পথে,

মনের রঙিন আবির বার বার ধুয়ে যাবে জানি।

তবু মাঝ নিশীথের স্বরলিপি জুড়ে রজনীগন্ধার সৌরভ।

প্লাবনের শেষ নৌকায় বসে সবুজ ঘাসের গন্ধের মতো।

বন্ধ দরজার দেওয়াল জুড়ে তবু প্রশ্নচিহ্নের উকিঁ ঝুঁকি।

মধ্যদিনের ব্যস্ততার তাড়ায় সে কখন কড়া নেড়ে গেল?

শূন্য পদচিহ্নের বুকের উপরে।

 

(১৭/০৬/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন