বিকার

বিকার


সে এক মেয়ে ছিল

আমারই ভালোবাসার মতো মুখ তার।

চোখ তার হাতকড়া, চাবি তার

ঠোট স্তন যোনি

 

হেঁটেছি ছুটেছি আমি

মাঠ থেকে ঘাটে

ক্লান্তিতে অবসন্ন ঠিকানাহীন পথে।

নিতম্ব দুলেছে তার আলেয়ার আলো

ফাঁক করে দিয়েছে সে

শুক্রের খনি

 

করেছি প্রশ্ন তাকে ঘড়িবন্ধ রাতে

স্তনেতে স্তনেতে তার

কি আগুন জ্বলে?

বলেছে সে আগুন না গো,

এ আগুন ছাই......

পৃথিবী বন্ধ্যা আজ

রুগী আমি তাই

 

 

 (১৯৯২ মার্চ)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন