বাকি কথা পরে হবে

বাকি কথা পরে হবে

 

একবিংশ শতকের সূতিকাগৃহে

তোমারে খুঁজেছি আমি ব্যস্ত নগরের নাগরিক মঞ্চে

 

তোমার হাতের বরাভয় আমাকে ছেয়ে

মামুলি মিছিল থেকে ফেস্টুন ব্যানারে

ভোটের লিস্টে বাংলার ধাঁধায় কি এসে যায় বলো?

সংখ্যা গণনার কাঁটাপুকুরে ময়নাতদন্তে

যে ই যাবে মসনদে-- নাগরিক মঞ্চ তার পিছু নেবে

 

তুমি পায়রা ওড়াবে সাদায়

কালো পতাকা নিয়ে বন্ধুরা

পাহারা দেবে

 

বাংলার কোষাগারে ঘটি না ডুবলে কি হবে

ঠিক মত সময়ে আতসবাজী পোড়াবে

চোখে যারা সর্ষেফুল দেখবে

তাদের জন্য শিশুপাঠে

তুমিও ইতিহাস হবে

 

(২০১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন