প্রেমিকের সাজ

প্রেমিকের সাজ 


বসন্তের হলুদে যখন

হলুদ হয় হেমন্ত।

 

শরীর জুড়ে শীত নামবে

অবুঝ মাতালের মতো.....

 

ঠোঁটের চৌকাঠ পেড়িয়ে

শীৎকারের অঙ্গীকার সার।

 

হৃদয়ের ধ্রুপদ ধামারে প্রেমের

ঘটি ডোবে নাতো আর।

 

ভালোবাসার বীজ তলায়

প্রয়োজনের আগাছা

 

ফিক্সড ডিপোজিটের স্কীমে

নিরাপদ রোজকার বাঁচা.....

 

তবুও শরীর জুড়ে বসন্তের

মড়া স্মৃতি বসন্তের পর....

 

টিকটিকি গিরগিটির

গ্রীষ্ম বর্ষার  কুচকাওয়াজ।

 

আমিও অনেক দিন পর

পড়েছি প্রেমিকের সাজ।

 

(০১/১১/১১)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন