প্রলাপ ও সংলাপের অন্তর্বর্তী

প্রলাপ ও সংলাপের অন্তর্বর্তী

 

গাছের পাতা বাসি হলে

বৌয়ের ঘরে আগুন

প্রেমের গতি অথৈ জলে

বৃথাই আসে ফাগুন!

 

আকাশভরা ঘোড়ার ডিমে

পকেট ভরা মানি

জীবন বীমার নানান স্কীমে

ঘুরছে কলুর ঘানি!

 

আসতে যেতে বাসি খবর

নেতার মুখে হাসি

ছাদনাতলায় খুঁড়ছে কবর

বরের ঘরের মাসি!

 

দরজা খোলা অর্থনীতি

ঘোমটা ফেলা বৌ

সুদের হাটে ভারত প্রীতি

উঠছে জমে মৌ!

 

জীবনভর হিসেব নিকেশ

প্রেমের গল্প ফেঁদে

নেতার মুখে স্বদেশ প্রীতি

ভোটার মরে কেঁদে!

 

ইতি উতি প্রেম পীরিতি

স্বামীর ঘরে চুরি

গণতন্ত্রের কেক কাটতে

সবাই শানায় ছুরি!

 

আমার তুমি তোমার আমি

এধার ওধার চুমি

ভালোবাসা হাঁফিয়ে পড়ে

ফোঁফায় বঙ্গভূমি!

 

(১৯৯১)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন