সেয়ানা পাগল

সেয়ানা পাগল

 

আমরা যারা নিত্যদিনের বদ্ধপাগল?

ওয়াল জুড়ে লাইন লাইন কবিতা ঝোলাই।

শেষ লাইনের নোলোক ভরে ট্যাগের চটে বন্ধু চটাই।

সন্ধ্যেরাতের আজগুবি সব, লাইক দিয়ে মনকে ভোলাই।

আমরা যারা.....

আমরা যারা নিত্যদিনের চিত্তবীণায় প্রেমপিরীতির ছবি আঁকি।

সুযোগ বুঝে অফিস কাটি, উপড়ি পাওয়া

চৌদ্দআনায় জামদানিতে সাজিয়ে বৌয়ের সঙ্গে হাঁটি।

প্রেম জোয়ারে ভাসিয়ে তরী শর্ত হাঁকি।

ন্যায্য কথা বলার বেলায় দাঁতকপাটি।

আমরা যারা.....

আমরা যারা নিত্যদিনের হিসেব রাখি।

গড্ডালিকায় পালের হাওয়ার হদিস বুঝে ভেসে থাকি।

আখের জুড়ে চৌদ্দপুরুষ দুধে ভাতে।

সুখের হিসেব মিলিয়ে নিতে হাতে হাতে,

 বিবেক জোড়ু দিচ্ছি কেবল মস্ত ফাঁকি।

আমারা যারা.....আমরা যারা.....

 

(০৩/০৬/১৩)


যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন