সুরসঙ্গতি

সুরসঙ্গতি

 

শব্দের কঙ্কাল জুড়ে আমার অস্থিমজ্জায়

দিনান্তের স্বরলিপি দ্বারকার জল যেন টলমল

সাম্রাজ্যের ভগ্নশেষ ইতিহাস

নিরুপম সূর্যালোকের মতো নয়,

তবু আমাদের অভিজ্ঞতার বন্দরে

নোঙর ফেলে দেখো কত অভিমানী রক্তে

বিন্দু বিন্দু ভালোবাসা কৃষ্ণের রাধা হয়ে আছে

জীবনের মুহ্যমান গ্রাসে অনভিপ্রেত ছায়াদের ত্রাস

প্রকম্পিত সময় সরণী ঘিরে অনিবার....

 

তবু অনিবার্য প্রেমের পরিণতি

শব্দের কঙ্কালে জুড়েছে সুরসঙ্গতি

নির্লিপ্ত ঈশ্বরের চোখের মতো নয় এ কবির বাণী,

শব্দের ঘাটে বসে একটা দুটো প্রেমের অক্ষরে

মহাকাব্যের তুলি বুলাতে তৎপর

অতঃপর মানুষের চিত্রকল্পে শব্দের মহানিঃশব্দ সমাধি

প্রেমের ছন্দ খুঁজে পেলে, পৃথিবী আবারো রঙিন হতে পারে

 

(১৬/০৬/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন