সূর্যমুখীর আলো

সূর্যমুখীর আলো

 

অন্ধকারে একা? দৃষ্টিতে দীপ্ত হয় না কিছুই

লুব্ধক ধক ধক করে কৃষ্ণপক্ষের রাত

গাঢ় আশ্লেষে আটকে যায় তোমার চৌকাঠে

ওদিকে এই রাতে বিষণ্ণ চাদরে

কত ক্যালেণ্ডার জুড়ে তবুও শ্বেত কপোত ওড়ে

কিংবা ওড়াতে হয় কেননা বিদগ্ধ সময়

বারোমাস এক ঘড়িতে কথা বলে

আমার হৃদয় ডেকে ডেকে তবু বলে

একবার ভালোবেসে কাছে ডাকো ভালোবেসে

শরীরে শরীর দিয়ে মননে মন

চোখে চোখ নাই রাখলে

কিংবা ঠোঁটেতে ঠোঁট

রাত্রির অন্ধকার দেখ কত আলো হয়ে ওঠে

বিমুগ্ধ মিলনে

বহুদূর ইতিহাস ঘেঁটে

বারংবার দেখেছি

সময় হৃদয়ের কাছে স্থিত হতে চায়

হৃদয়ের অনন্ত ধ্বনি সময় সঙ্গমে নেমে

বিচ্ছিন্নতা নয়,

সূর্যমুখীর আলো হতে চায়

 

(২২/০৩/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন