সান্নিধ্য

সান্নিধ্য

 

মালোবিকা এইখানে ঘন হয়ে এসো

এই মৃতকবরের, হয়তো নিসঃঙ্গ কোনো গল্পের পাশাপাশি

অশ্রুত নীরব শব্দের আরও কাছাকাছি

মালোবিকা তোমার আঘ্রাণে

সঞ্জীবনী মন্ত্র ছিল নাকি?

সত্যযুগের কথা থাক কে জানে সে গল্প কথা কিনা

তোমার কথা বলো

মালোবিকা আমাদের পুরুষের আঘ্রাণে

তোমরা যুগের মতো নিজে

সেই যুগের গন্ধে ভিজে আমাদের স্বপন সাধ হৃদয়

এইখানে এই মৃতকবরের ভিতর যত সাধ পাথর হয়ে ভেজে,

 তত গল্প হাড়ের মাঝে দূর্বা হয়ে বাড়ে

মালোবিকা দেখতে পেলে নিজে? তোমার বুকে

গহীন কটা ঘামে ঠিক যখনই গল্পগুচ্ছ নামে;

ঐখানেতে একটুকু কান পেত

তোমার ঠোঁটের প্রত্যয়েতে মালোবিকা সেইতো মন্ত্র হতো

সঞ্জীবনী হোক না হোক মালোবিকা

একটা চেস্টা করা যেত?

 

(২৪/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন