সোহাগ

সোহাগ


মাছরাঙা আলো জ্বেলে দিয়ে

বিনম্র সন্ধ্যায় তোমার আদর

নীলকণ্ঠ পাখির খোঁজে চলেছে!

ঘুঘুডাঙ্গার মাঠে ভূবন নেমে আসা বিকেলে

আমার ঘুড়ি উড়েছিল একদিন

সূর্যের অভিমুখে

জলডিঙ্গি মেঘ সাঁতরিয়ে

শব্দের মিছিলে

মিলনের সব রাত এসে জড়ো হলে

আমাদের গোলাপে রূপকথা

নোবেল পেতে পারে!

 

(১৭/১০/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন