সেদিন দুজনে

 সেদিন দুজনে

 

মানুষ হারিয়ে গেলে বিশ্বাসের আড়ালে,

রাগ নয় বিরোধ নয়,

প্রতিশোধ স্পৃহার আগুন না উঠলেও জ্বলে—

তবুও হঠাৎ দেখি স্মৃতির বেদনাই শুধু দু-হাত বাড়ালে

বাতাস ভারী হয়, যন্ত্রনা বেদনা নিয়ে অতীতে দাঁড়ালে

 

দুঃখের নদীর মত বৈশাখী প্রহরে

ঢেউহারা জলধারা ধূ-ধূ বালি বুকে পড়ে থাকা;

বন্যার বেগের মত স্মৃতি বুকে করে

সমস্ত চুম্বন ঝরে গেলে অধরের ক্ষত; দহন;

দগ্ধ করে হৃদয় গভীরে প্রিয়, অতি প্রিয় মুখটি মনে করে

 

জীবনের  ছুটকো আঘাত হয়ত তবুও

প্রভাত নয়তো এত ম্লান মুখে দাঁড়াত সম্মুখে?

কটা রাত আরও কেটে যেত যদি অম্লান সুখে?

আরও কিছু আদর বাকি আয়ুপথে উজ্জ্বল হতো নাকি

বিরহী প্রতিবিম্বিত দুই মুখে?

 

(০৫/০৯/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন