সেদিনের গল্প

 সেদিনের গল্প

 

শ্যাওলাধরা নীল আকাশের বুকে আমদের মনটিয়া

বেগুণী ভূমিকম্পের ডানায় তিরতির করে কাঁপছিল।

এখানে রিখটার স্কেলে শতাব্দীপ্রাচীন স্মৃতির চিরকুট।

 

সমুদ্রবিন্দুর কোলাকুলিতে মানুষের ঢেউ ক্রমেই অপ্রাসঙ্গিক হলেও

প্রবালের মতো আমারো হৃদয়, সৃষ্টির বাঁশিতে শেষরাগিনী

ধরেনি এখনো। এখানেই এখনো সমস্ত প্রতীতি।

 

মহাকবিদের নরকঙ্কাল ঘেঁটে দেখছি ডিএনএ জুড়ে

শব্দ নয়, কীর্তি নয়, দুটুকরো প্রেমের নিত্য আরতি শুধু।

তবু শরশয্যায় বিদ্ধস্ত অক্ষর বিন্যাস।

 

যেদিন নাগরিক গোলটেবিলে আমরা কলকলিয়ে উঠেছিলাম

কোলাকুলির মতো শারীরিক নৃত্যে পারদর্শী হতে,

মহাকালের ছায়ারা কি সমুদ্রমন্থনে নেমে

 

আরও গভীরে, গভীর থেকে গভীরে সেদিন

খুঁজে পেয়েছিল পরশপাথর?

ঠুঁটো জগন্মাথ যার আর এক নাম।

 

(২২-০৫-২০১৪)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন