সুপ্রভাতের এই প্রভাতে

সুপ্রভাতের এই প্রভাতে

 

সুপ্রভাতের উঠলে ঊষা পূবগগনে

শিশির ছোঁয়া হাওয়ার আঁচল তোমার মনে

কি রঙ রাঙায় বলতে পারো চুপি চুপি

সঙ্গোপনে আমার কানে?

 

আমার একার একলা রাতের বেসুর গানে

সে রঙটুকু ভরিয়ে নেব এই তো আশা

সেই আশাতেই এই আলোতে আধাঁর কেটে হেথায় আসা

একটু আধটু প্রাণটা খুলে এই তোমাদের পাশে বসা

 

কি আর হবে অভিমানের নীল দরিয়ায় একা একা

একলা ভেসে তার চেয়ে বরং দুহাত বাড়াও এগিয়ে এসে

মন খোলা রঙ রাঙিয়ে দিতে ভালোবেসে

এইতো মোটে একটা জীবন আমার পাওয়া

 

গহীন নীলের মাঝ দরিয়ায় ভেসে যাওয়া

আর কি হবে? তাইতো সখা আর দেরি নয়

হাতটি ধরো- বুকের মাঝে ঘরটি তুলি

সবাই এসো পরস্পরের রূদ্ধদূয়ার মনটি খুলি মনটি খুলি

 

এই প্রভাতে ঊষার আলোর সুপ্রভাতে

 

(১৮/০১/২০১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন