সাম্ভব্য প্রস্তাবনা

সাম্ভব্য প্রস্তাবনা

 

অভিশপ্ত ঠোঁটের পিঞ্জরে

মৃত্যুর পদধ্বনি গুনেছি

নিভৃত জ্যোৎস্নায় ভেজা শিকারীর চোখের মতো

একাগ্র ধ্যানে বসেছে আবহমান

মহাকালের নিস্প্রদীপ সন্ধ্যারতি নয়

নিহারিকা মিছিলের গুঞ্জনধ্বনির মতো

বিন্দু বিন্দু ছায়াপথের কোল ঘেঁষে চলেছি

আমাদের সন্তান সন্ততির হাতে ধরে

ডি.এন.এ.-র ক্রমিক বিন্যাসে

প্রতিটি জন্মের মতো

হাড়হিম মৃত্যুর উৎসমুখের দুর্নিবার আকর্ষণ

প্রেমের বিশৃঙ্খল ক্রমিক উপাখ্যান

কিংবদন্তীর মতো  উজ্জ্বল হয়ে উঠবে একদিন

মানুষের রোজকার সন্ধি প্রস্তাবে আমাদের নান্দীমুখ

যুদ্ধ নয় মৃত্যু নয়

উন্মত্ত রাষ্ট্রসংঘের গোলটেবিলে

শুশ্রূষার আরতিতে হাসি ফুটুক নবজাতকের ঘরে ঘরে

 

(২৯/০৩/১৪)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন