অবগাহন

 

অবগাহন

 

তোমার জন্য গুঁড়ো করেছি হৃদয়ের ব্যস্ততা

প্রশস্ত ভালোবাসার উঠোনে

বিশ্বস্ত গোবর জলে নিকিয়ে রেখেছি অপেক্ষা

রাত শুকনো চাদরে

স্বপ্নের আদর ধরে রাখার নিবিড় তোড়জোড়

তুমি আসবে বলে সদরে মঙ্গল ঘট

সুরভিত ধূপে নিবিষ্ট বুকের ওম

মুখ আয়নায় সকাল সকাল বিস্মিত চোখের উপাচার

মন উপচিয়ে রোজ

কবিতা লেখার এলোমেলো দুপুরগুলো

অধীর হাওয়ায়

উড়ছে চৌখুপী মনের চার দেওয়ালে

তর্জনী অনামিকা মধ্যমা বুড়ো আঙ্গুলের কব্জায়

কবিতা লেখার বিশ্বস্ত শব্দগুলো সব

তোমার নামে মিল খুঁজেছে

ঘণ্ট মিনিটের কাঁটায় প্রতি সেকেণ্ডে

 

মহাকালের মাটিতে

অমোঘ আবেগ

বীজ বুনছে

স্পর্শের।।

 

(০৩/০৪/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন