অবিনশ্বর অবিনাশী

 

 

অবিনশ্বর অবিনাশী

 

অনেক অনেক রোদ ফুলকি মেখে,

দুব্বার বুকে জেগেছে প্রত্যয়।

এই সবুজের অন্তর থেকে, প্রাণ

আর কখনো বিনাশ হবার নয়।

 

যে রাত ভরে তারারা মরতে থাকে,

আলো রেখে যায় আলোকবর্ষ জুড়ে।

প্রাণ রয়ে যায় সেখানেও জেনো প্রিয়ে

ছুঁয়ে দেখে নিও কণা কণা আলো খুঁড়ে।

 

তোমার আমার বিচ্ছেদ কোলাহলে

শয্যা জুড়ে বিদায়ের অভিশাপ।

কিন্তু তবু জানি আমি জানি প্রিয়ে,

যুগল বীণায় বাজেনি এখনো পাপ।

 

শরীরকণায় মনের বাতাস যদি,

দিক বদলের পথটি ধরে রোজ।

তবুও তোমার মুখটি তুলে ধরে

অজুহাতের ঠিকানা করিনা খোঁজ।

 

এই যে আলো কণা কণা রোদ মেখে

চোখের পাতায় রামধনু যায় এঁকে।

সেই রঙটুকু; এসো তুমি, দুজনায়।

নাহয় দুজনে একলাই নিই ছেঁকে।

 

(৩০/০৫/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন