অন্তর্নিহিতা

 

 

অন্তর্নিহিতা

 

সবটাই রোদ নয়।

নয় কাঁচা সোনা নরম

ভোরের উষ্ণ গল্প।

ভেতরে তীব্র দ্বন্দ্ব ক্ষোভ

বিক্ষুব্ধ গ্লানিতে

দগ্ধ দহন সৌরঝর।

 

সবটাই নিকষ কালো

অমাবস্যাও নয়।

নয় সুষুপ্তির তিমির।

রাত্রির ধ্যানে

অনাদী অনন্তের

গর্ভে এক অখণ্ড সকাল।

 

সবটাই উষ্ণ অভ্যর্থনা

নয়। নয় যুগল নৃত্যের

সংবেদী নুপূর ছন্দ।

অনুরাগ সংরাগে লোভ লালসা

স্বার্থের ঘূর্ণন ঘানিতে

আত্মরতি উদযাপন।

 

সবটাই রণ রক্ত সফলতা

নয়। নয় শরীরের তাপ

প্রজন্মে সঞ্চরণ।

তমিস্রার অন্তরাল হতে

জ্যোতির্ময়ী তিথিতে

হয়ত আত্মোন্মোচন।

 

(২৫/০৪/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন