অন্তিম সিম্ফনী

 

 

অন্তিম সিম্ফনী

 

অন্তিম মৃত্যুর নির্লিপ্ত চাহনির

ঝুলবারান্দায় আমি

বেতস লতার মতো প্রবল হাওয়ার রাত

সূর্যমুখী ভোরের সময় গেঁথে তুলছে

একরৈখিক ভালোবাসার আঁতুরে

বিষন্ন রাতের কোরাস নয়

নিয়তির নিয়ত অভিসারে আমারও নিমন্ত্রণ তবু

হিমশীতল নিথর অভীপ্সার ভাঙ্গা মাস্তুলে

তবুও আমার রাজ্যপাট প্রণয়ের কথা বলে

যে রাতে একাকী চাঁদ বিষন্ন আলোর জোনাকি জ্বালে

- সপ্তর্ষীর অন্ধকারে আমি একা

কাঁটা কম্পাসে ধ্রুবতারার মুখোমুখি

মৃত্যুর নোটেশান গুলোয় সে রাতে আমারও

অহংকার সবুজে সবুজে ছুটে চলে

ধ্রুবতারার স্থির চোখে

অন্তিমের অভিমান নেই জেনে;

আমার স্বাক্ষর ধীরে ধীরে আরও নির্লিপ্ত হয়ে ওঠে

সাগর কন্যার গানে

মৃত্যুর সিম্ফোনী জীবনের ঢেউয়ে ছোটে

 

(১৯/০৬/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন