অন্তহীন শুশ্রূষা

 

 

অন্তহীন শুশ্রূষা

 

শুশ্রূষার মত অন্তহীন দুটি চোখ নিয়ে

 রক্তার্ত নীলিমার ক্লান্তি মুছে দিতে যদি।

যদি রজনীগন্ধা শুভ্র হয়ে আরক্ত চুম্বনে একেঁ যেতে

একজীবন সূর্যমুখী ফুল।

যুদ্ধ মৃত্যু হাহাকারের অশ্রুতে?

এই পৃথিবীর আঁধার খুঁড়ে এখনো খুঁজে পেতে হবে

বিন্দু বিন্দু আলো।

আলোর অমলিন সূত্র......

সত্যমূল্যের বেদীতে।

সমস্ত যুদ্ধ শেষের সাদা পতাকা........

রক্ত মোছার জন্য যথেষ্ট নয়।

শান্তিচুক্তির হাসির তলায় বিষদাঁতের সযতন থলির

শীতঘুম প্রহরে তুমি সাবধানে এসো।

 

চারিদিকে জীবন কালিমা নিয়ে দাঁড়িয়ে আছে।

হৃদয়ের ক্ষত থেকে ক্ষয়ে ক্ষয়ে পড়ে যে অভিমান।

সেইখানে আলোর বীজ রয়ে গেছে

 শুশ্রূষার সিঞ্চনে তোমার একবিন্দু ভালোবাসা

 মহীরুহ হয়ে ওঠার সময় এসেছে।।

 

(২০/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন