অন্তর্দহন

 

 

অন্তর্দহন

 

এখানে হেমন্তের চিঠি নিয়ে নিমের পাতা উড়েছে

শিশিরের শব্দের মতো মেয়েরা সরে গিয়েছে

জোনাকির আলোর মতো ইচ্ছে নাচনে হৃদয় যদিও

তবু রাতগুলো অন্ধকারে আজ বাংলা ধরেছে

 

বৃষ্টির মতো মন খারাপের ছাঁটে কাক ভেজা মন

সুইচ অফ থাকা নম্বর গুলোর লাইন জুড়ে

গলাকাটা শপথগুলোর পচন ধরেছে আজ

 

সমস্ত মুখোশগুলোর মেকআপ জুড়ে আবার

পুরোনো গল্প চেনা ছকে

বেলতলা ফাঁকা থাকেনা তাই

 

এবংবিধ শিরোনামে তবুও বাসর

সানাইয়ের সুর হনিমুন ভীড়

বার্থ সার্টিফিকেটে আবারো পুরোনো নাম

নতুন বানানে

 

আজ রাতে তোমাকে ফিরিয়ে দিয়েছি সে জন্য নয়

বিশ্বাস বেলুনের মতো জানো

কতটা ফোলাবে সেখানেই হিসেবের কাঁটা

সামান্য ভুলে অন্তর্দহন

 

(২৮/১০/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন