অপুষ্ট বিবেক

 

 

অপুষ্ট বিবেক

 

আমাদের হাতের তালুতে

সমস্ত সংকেতে যদি ধরো তোমারই নাম লেখা থাকে?

যদি তোমার সমস্ত ভালোবাসা প্রেম হয়ে ঝরে

সব কটা সংকেতের উন্মন শরীরে?

 

এসব অলস কল্পনা শোনাবার জন্য ডাকিনি তোমাকে

আমরা আমাদের রোজকার অন্ধকার অক্ষরে।

আমারা যারা কবিতার শরীরে ভালোবাসা বুনে দিতে এসে

বারুদ বুলেটে ঝাঁঝরা করে ফেলেছি সমস্ত প্রত্যয়।

 

আকাশের নীল থেকে টুপ করে খসে

গেছে বিশ্বাসের মায়াবি ভাঁড়ার।

পরস্পর আস্তিনে দেখছি গোটানো সাপ।

উদ্যত ছোবলে মুখোশ নৃত্য, আর

 

নীলকণ্ঠ বিষের আধারে নেই কোনো মানবিক দলিল

শান্তিচুক্তির বিষ কৌটোয় বন্ধক দিয়েছি চক্ষুলজ্জার সব।

ভাবি কালের ফাঁসিকাঠে

তুমি আমাদের হয়ে বোলো।

 

(১৯/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন