অনেকদিনের ঈশ্বর

 

 

অনেকদিনের ঈশ্বর

 

অনেকদিন ঈশ্বরের অধরে ছোঁয়াইনি সিক্ত চুম্বন

অনেকদিন ঈশ্বরের কাঁধে রাখিনি বরাভয় হাত

অনেক দিন ঈশ্বরের অশ্রুকণায় সিক্ত করিনি দশ আঙ্গুল

অনেকদিন ঈশ্বরের নির্জনে বসিনি সাথে....

দুপাত্র হাতে কটা নিরিবিলি কথার ফাঁকে

কুশল সংবাদ নেওয়া

সাংসারিক সুখ দুঃখের ছিটমহলে

দুটো দরকারী কথা দেওয়া

অনেকদিন ঈশ্বর ফিরে গেছে

বন্ধ দরজার চৌকাঠে বসে অনেকক্ষণ

রেখে গেছে দরকারী না বলতে পারা সে সেসব কথার

অনেক দীর্ঘ দীর্ঘ শ্বাস

অনেকদিন ঈশ্বর হয়ত ভেবেছে আমায় ঠগ

অলীক চূর্ণ বিচূর্ণ বিশ্বাসের রচিত মায়া

অবাস্তব অর্থাৎ অবান্তর

 

অনেকদিন ঈশ্বর বিবাগী বৈতরণীর পার ধরে

খুঁজে চলেছে নিতান্ত একটা বিশ্বাস

সবটাই অবান্তর হয়ত নয়

 

(২৩/০৮/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন