অপাপবিদ্ধ নয়

 

 

অপাপবিদ্ধ নয়

 

অনেক শূন্যতা বুকে-শান্ত নদীর ঢেউয়ের মতো

সময়ের পর সময় ভেঙ্গে পাণ্ডুলিপির স্তুপে চাপা পড়েছে

আত্মজীবনীর তুলোটে সংঘটন।

বোধিবৃক্ষের পরও টুপ টুপ রক্তবিন্দুর ক্রুশে

ঝুলিয়ে রাখা ভালোবাসার মায়াবী ভূবন।

মহাপ্রস্থানের পথে ইন্দ্রপ্রস্থ এথেন্স ব্যাবিলন

রোম বার্লিনওয়াল থেকে দূরবীন চোখে দেখা যায়

নোয়ার নৌকায় আদম আর ইভের আঁচলে উড়ছে

প্রত্যয়ী চুম্বনের দুদণ্ড নিরিবিলি অবসর।

ঘনিষ্ঠ বিশ্বাসের সিঁড়িভাঙ্গা অংকে

অনেক বেনোজল আর বীভৎস উল্লাসের

জলসায় সন্ধিচুক্তির সনদে

রাষ্ট্রপুঞ্জের বিশেষ অধিবেশন।

পরমাণু বিস্ফোরনের কাব্যে মস্তিষ্কের সমস্ত সঞ্চালন

বোধিবৃক্ষ খুঁজে পায়নি আজো।

ভেজেনি দুচোখ তবু ক্রুশবিদ্ধ রক্তের অক্ষরে।।

 

(০৯/১১/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন