কুহক

  

কুহক

 

এই আমি ঠিক আমি নই।

অনেকটাই ভড়ং নিয়ে আছি।

সে কথা জেনে বুঝেও দেখ, কেমন এসেছ কাছাকাছি।

ব্র্যাণ্ডেড সময় এখন।

সাতরঙা রামধনু নয়। সবটাই রঙিন কারসাজি।

ভালোবাসা মিথ্যে কুহক।

তবুও ঠোঁটে ঠোঁট ভেজাতে

এক কথায়

হয়ে গেলে তুমি রাজি।

সতর্ক দুপুর থেকে রাতে,

দুচোখের সুনিপুন নাটকে

রেখে যাই মিথ্যা সংলাপ যত

----তাতেও পিছপা নও।

তুমিও শরীর নিয়ে ঠিক

তলে তলে

খেলে গেলে সেইতো অবিরত।

 

তোমার আমার মাঝে গুঁতোগুঁতি খুনসুটি

আর ভালোবাসার শরীরের ভাঁজে

যে মিথ্যা গল্পগুলো ছবির মতো একেঁ যাই রোজ।

আজ থেকে হাজার বছর পর

প্রত্নতাত্বিক নেয় যেন তার খোঁজ।

 

(২৮/০৪/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন