খণ্ডচিত্র অখণ্ড কাব্য

  

খণ্ডচিত্র অখণ্ড কাব্য

 

(০১)

 

শব্দ নিঃশব্দের সঙ্গমে

শিশির ঝরা হৃদয় নিশ্চুপ:

মৃত হাড়গোড় কবরে।

সোনার চেয়েও দামী

একটি মেয়ে নিষ্পলক সন্ধ্যা

নিয়ে চোখে।

তৃতীয়ার জ্যোৎস্না ধরে

তবু নেমে এল।

সহচরী নয় সহযাত্রিকের

স্টপেজে।

 

(০২)

 

মুঠো মুঠো আশ্লেষ ছড়িয়ে

মুছে যাওয়া দিন চাদরে।

সোনালী রুপালী সকাল

কচিরোদ মুখে চৌকাঠে।

খোলামকুচির মতো

নষ্ট সময়ে সিঁড়ি দিয়ে

নেমে গেছে প্রেম। বিবাহের

আগে কিংবা পরে।

 

(০৩)

 

ব্রিফকেস জুড়ে শুকনো

কাগজে ফিসফিস

পাশাপাশি স্বাক্ষর নিয়ে।

এজলাসে ভিড়

তবুও কাঠগড়া প্রস্তুত নয়।

বিচারের বাণী

মৌনী সঙ্কল্প নিয়ে,

ঈশ্বরের দরবারে।

 

(০৩/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন