কোরাস

  

কোরাস

 

বাতাবিলেবুর গন্ধে রেখে পা,

মালোবিকার চোখে অর্জুনপাখি

রাত আকাশে বে-সুর মালকোষে,

শিয়ালেরা কোরাস সাধে দেখি

 

বাদুরঝোলা কলিকাতার বাস

চলল মিছিল প্রতিশ্রুতির ঝর।

অফিস ঘরে চেয়ার টেবিল হাসে

মালোবিকার শিলান্যাসের

 

এক-পা দু-পা শাড়ীর আঁচল হাতে

চলছে মানুষ বর্ষা বৃষ্টি সাথে

মালোবিকার জলা জঙ্গল ফাঁদে,

শিয়াল কুকুর নিয়ম করে কাঁদে

 

হাসির ফাঁকে মালোবিকার দাবি,

পচা লাশে শকুনের উল্লাস

ঐতিহাসিক মুচকি মুচকি হাসে

যুদ্ধ মৃত্যুর নিয়মিত ফরমাস

 

খবর পড়া পোষাক পড়ার ফাঁকে

বাড়া ভাতে রক্তের ভাপ থাকে

পৃথিবীটা সবুজ করতে রোজ

মালোবিকারা চড়া নিলাম হাঁকে।।

 

(১৯৯২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন