কিংবদন্তী আবক্ষ

  

কিংবদন্তী আবক্ষ

 

মৃতদেহের পাকদণ্ডী বেয়ে উঠে এসেছি কিংবদন্তীর পথে।

স্তব্ধ জলের বিবর্ণতার মতো;

ফ্যাকাশে মুখে মঞ্চে উপবিষ্ট আবক্ষ নিয়ে শান্ত সমাহিত

ঈষৎ বিরক্ত যদিও। রিক্ততার আঙ্গিকে

খসে গেছে বিনম্র লজ্জা।

মাঝে মাঝে মনে হয় সমুদ্রমন্থনে:

অম্লান অমৃত ভেবে

হয়তো বা বিষধর গরলই ঢেলেছি শিকড়ে।

তবুও সহ্য করি।

জন্মদিন মৃত্যুদিন ইত্যাদি।

ভাষার অহংকারে প্রশস্তির মিথ্যা মোহ

জাপটে ধরতে চায় অহরহ

বিষধর তিক্ত কামড়ে।

আজীবন সকল সঞ্চয় নিস্ফল গোলযোগে

শতাব্দীর ভাঁড়ামো বলে মনে হয়।

 

সময়ের স্রোতে কিংবদন্তী আবক্ষ

প্রত্নতাত্বিক খননে গবেষণার আলো দেখবে হয়ত।

নবজাতকের হাতে সেদিন নতুন সূর্য না থাক,

ব্যার্থ কিংবদন্তীর দিন হয় যেন বিগত।

 

(৩১/০৯/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন