কালপুরুষ

  

কালপুরুষ

 

ছায়াপথের সাথে হাঁটছি

প্রাগৈতিহাসিক নারীর সুরভী সন্ধানে।

ম্যামথের জন্মের আগে

শিশু সূর্য তখনো দাঁড়াতে শেখেনি।

নীহারিকা সন্ধ্যায় এলোকেশীর উদ্বিগ্ন গ্রীবা

জোনাকির আসরে প্রজ্জ্বল ছিল কতকাল।

ধ্রুবতারার সাথে সপ্তর্ষীমণ্ডলের আকাশকেলির রাতে।

সে সব রাতের নাভিকুণ্ডের তিমিরেও

আশা ছিল সহবাসের পর

ভালোবাসার প্রেমে পড়বে সময়।

সময়যোনিসন্ধিতে

উঠে দাঁড়াবে মনস্বলা নারী।

রজনীগন্ধা রাতে শিউলি ফোটা ঠোঁটের সৌরভে।

স্বাতীনক্ষত্রের গর্ভজাত স্মরণ সন্ধ্যার সেই আশা হাতে

ছায়াপথ থেকে ছায়াপথ পেড়িয়ে পা ফেলে চলেছি।

চলেছি প্রাগৈতিহাসিক

নারীর সুরভী সন্ধ্যায়।

আজ সূর্যসকালে আমার ওমে

কেবলি ক্লান্তির ঘর গেরোস্থলী।

অনেক দিন পর।

 

(১২/০৩/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন