প্রতিশ্রুতি

প্রতিশ্রুতি


অপার্থিব শোকের নিরিবিলি চুম্বনে

সোনালী গ্লিসারিন ফুল ফুটলে বলো--

তোমার বিষাদ খুঁটে খুঁটে

আর্তনাদের সিগন্যালে

মানুষের প্রতিবাদ টাঙিয়ে রেখে যাবো।

জলের ভিতর ভ্রূণের গল্প থেকে ধর্মের কলে বাতাস দিতে এলে

তোমার কিংবা মানুষের অজুহাতে থিতিয়ে যেতে দিও না

অশরীরী পতাকা নাড়া।

মন্ত্রপূত গুপ্তধ্বনি যত মহাফেজখানায় যত্নে রাখা থাক।

সে সব পাতায় তোমার বিষাদ জল

থাকুক ছুঁয়ে আতসবাজীর রঙ।

তবুও যদি প্রতিশ্রুতির রাত বন্যা হয়ে তোমার ঘরে ঢোকে,

সকাল জুড়ে শুকিয়ে নিও জামা যতই পুড়ুক ঘাম ভেজা প্রত্যয়।

বৃষ্টিবিন্দু সাজিয়ে রাখি দেখ।

সময় পেলে জল কোরো ছুঁয়ে ছুঁয়ে।

মন্ত্রপূত গুপ্তধ্বনিগুলি ভাসলে জলে আমায় মনে করে

আঁচলটুকু উড়িও শেষ সুখে।

 

(০৯/০১/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন