পার্থিব আলো
নারী নয় পুরুষ নয়। ভালোবাসার অনন্ত সময়
সমুদ্রের ঢেউয়ের মুখে চুমু দিতে দিতে ছড়িয়ে দিচ্ছে
টুকরো টুকরো উৎসাহী সকাল।
বেলফুলের খোঁপার মতো বিকেলের আঘ্রাণ।
স্বরলিপি সন্ধ্যার অনুপম অনুরাগ।
ছায়াপথের আড়ালে নিষিক্ত রাত্রির ওম।
তবু কেন নিরুৎসাহিত হতে হয়
কেবল মানুষের গল্প বুনে বুনে।
সময়ের উচ্ছিষ্ট মতবাদ ঘিরে বিপ্লবের রুট মার্চ
কামানের গোলা ভেজাতে পারেনি প্রেমে।
মসনদ জুড়ে রিপুর ভয়াবহ আরতি। দু হাত বাড়ালে
রূপালী জ্যোৎস্না নয়, শঙ্খচূড় বিষের কৌটো
দিনপঞ্জিকা লিখে রেখে যায়।
তবুও আকাশ জুড়ে নীল অতীশ দীপঙ্করের সবুজে
বুদ্ধং শরং জপে চলেছে। পৃথিবী হয়ত
প্রবীণ হলে আরও হৃদয় ডুবুরির হাতে
উজ্জ্বল হতে পারে পার্থিব আলো।
(১২/০১/১৩)