পাথরপ্রতিমা বুকে

পাথরপ্রতিমা বুকে


সেই মেয়ে

যার আকাশে দেখেছিলাম বাতাসের সাত রং

যার চলায় ছিল চিত্রকরের ঢং

যার চলার পথে ব্যাটা ছেলেদের সং!

সেই মেয়ে

পালতোলা নৌকার হাসিতে যাদের করে মাৎ

আলতা পায়ের নুপুরে যাদের করে কা

সেই মেয়ে, গঙ্গা জলের শাড়িতে

যাদের জাগায় রাত.

সেই মেয়ে

যখন প্রেমের সংলাপে রাত কে করে ভোর

সেই মেয়ে যখন তানপুরাটার টানে

নেশায় লাগায় ঘোর

সেই মেয়ে যখন কাজল চোখের টানে

প্রেমে খাটায় জোর.

সেই মেয়ে

সেই মেয়ে যদি সূর্য্য ওঠা ভোরে

যদি কড়া নাড়ে দ্বোরে

যদি নরম হাতের তোড়ায়

যদি তাজা গোলাপ বাড়ায়

তুমি, তুমি পাথর প্রতিমা বুকে

তুমি, তুমি দাঁড়াবে কোন মুখে?

 

(১৯৯১)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন