পার্থিব

পার্থিব


পূর্বপুরুষের সংকেতগুলো

মৃন্ময়ী সবুজে লিপিবদ্ধ আছে।

যদিও অনেক নিরুপায় রক্তের কান্না ভিজে আছে

রোজকার শিশির ভেজা কোমলতার আড়ালে।

যত সূর্য আলো নিয়ে দাঁড়িয়েছিল

সকলের স্বচ্ছন্দ হৃদয়ের কাছে

ততটাই যেন ব্যায় হয়ে গেল রণ রক্ত রিরংসার ঝাঁজে।

নোয়ার নৌকোয় মহাকাল

আশ্রয় খোঁজে হয়তো

নয়ত মহাপ্লাবনের পর ভরাডুবি ধরা আছে মরুভূমির কাছে।

প্রতিদিনের জানলায়

তবুও আমার ভুবন মাথা ঠোকে সবুজের আঘ্রাণে।

সমস্ত পূর্বপুরুষের গানে যে দুটো কলি

আজো সাথী খুঁজে চলে,

বলে,--

"বলো তুমি সুন্দর। বলো

আমি ভালোবাসি।"

আমিও আমার

শব্দ কটি দিয়ে

সে কলিতে সুর জুড়ব প্রিয়ে।

বলব- তুমি সুন্দর।

দেখ; আমি ভালোবাসিয়াছি

 

(১৪/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন